ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী হরিপুর উপজেলার উজ্জ্বল হাসান রাজভীর লকডাউনকে কাজে লাগিয়ে ৩৫ শতাংশ জমিতে তরমুজ চাষ করে উপজেলায় বেশ সুনাম অর্জন করেছে। ৫০ দিনের মধ্যে স্বল্প সময়ে ব্ল্যাক বেবি জাতের তরমুজের বেশ ভালো ফলন হয়েছে।
২ বিঘা জমির মধ্যে ৩৫ শতাংশ জমিতে কৃষি অফিসের পরামর্শ ও ইউনাইটেড সিড কোম্পানির সহযোগিতায় ৩৫ শতাংশ জমিতে চাষাবাদ শুরু করে বিদেশী জাতের ব্ল্যাক বেবি তরমুজের। নিয়মিত পরিচর্চা করায় মাত্র ৫০ দিনের মধ্যে এই দুই জাতের তরমুজের ব্যাপক ফলন হয়েছে।
গত জুলাই মাসের শুরুর দিকে এই প্রক্রিয়া শুরু করেন তিনি বর্তমানে তরমুজ ক্ষেতের বয়স প্রায় দুই মাসের কাছাকাছি।
ক্ষেত ঘুরে দেখা যায় মাচার উপরেই সবুজ লতায় মোড়ানো তরমুজ গাছ। মাচার নিচের দিকে ঝুলে রয়েছে নেট বেগে মোড়ানো তরমুজ। কম বেশি প্রত্যেকটি তরমুজ ওজনে প্রায় ২-৩ কেজি। কিছুদিনের মধ্যে পরিপক্ক হয়ে বাজার জাত করতে পারবেন এই তরমুজ।
হরিপুর উপজেলার দুই কিলোমিটার পর কারীগাঁও নামক এলাকার সমতল জমি থেকে কিছু টা উপরে মাচা তৈরি করে চাষ করা হয় অন্য মৌসুমের ফসল তরমুজ। এতে সার প্রয়োগ মৌসুমী ফসলের তুলনায় অনেক কম।
জানা গেছে, কৃষক পরিবারের সন্তান ঠাকুরগাঁও সরকারি কলেজে প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র উজ্জ্বল হাসান রাজভীর করোনা কালে কলেজ বন্ধ থাকা কে কাজে লাগিয়ে ৩৫ শতাংশ জমিতে তরমুজ চাষ করে উপজেলায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছেন।
উদ্যোক্তা উজ্জ্বল হাসান রাজভীর জানানঃ এটা সর্বপ্রথম আমি ইন্টারনেটে ও অন্যদের দেখে শুরু করি। সেই সাথে কিছু অভিজ্ঞদের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী আমি এই প্রজেক্টটি করেছি।
Leave a Reply