ঐশী বিনতে মোস্তফা, পড়ছেন ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল কলেজ অব এভিয়েশনে। এই অল্প বয়সেই প্রশংসা কুড়িয়েছেন শিল্প জগতে,পেয়েছেন অসংখ্য পুরষ্কার।
ছোট বেলাতে মেয়ের নাচ-গানে আগ্রহ দেখে বাবা মোঃগোলাম মোস্তফা ও মা শিরীনা মোস্তফা ভর্তি করে দেন ঈশ্বরদীর নাচের এক স্কুলে।একজন ভাল নৃত্যশিল্পি হিসেবে ছোটবেলাতেই ঈশ্বরদীতে সুনাম অর্জন করেন।
শুধু নাচই না, প্রতিভার স্বাক্ষর রাখেন গান, কবিতা আবৃতিতেও।
পথ চলাটা মূলত এখান থেকেই শুরু। এরপর বিভিন্ন টিভি চ্যানেলে কাজ করার সুযোগ হয় নাচ-অভিনয়-আবৃতির। বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ও বাংলা ভিশনে ঈদের নাটকের মাধ্যমে শুরু হয় অভিনয়ের হাতেখড়ি।
পদ্ম কুড়িতে অংশগ্রহণ সহ জাতীয় পর্যায় অনেক গুলো বিষয়ে অর্জন করেন পুরস্কার।সম্প্রতি ঐশী আরটিভিতে অনুষ্ঠিত ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টারে ফাইনালিস্ট হিসেবে শীর্ষ ৮ এ উঠে আসেন।
কিন্তু এখানেই থামে নি ঐশীর পথচলা। শাহরিয়ার রাফাতের কম্পজিশনে ও কবির হাসানের গানের মিউজিক ভিডিওতেও কাজ করেছেন সম্প্রতি।
ঐশীর কাছে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে জানান একজন শিল্পী হিসেবে শিল্পত্ব ধারণ করে এদেশের শিল্প জগতের সেক্টরে আরো এগিয়ে যেতে চান।পড়াশুনায় বর্তমানে ব্যাস্ত থাকলেও পড়াশুনার পাশাপাশি শিল্পচর্চা করে যেতে চান।তবে ভবিষ্যতে আকাশ ছোয়ার স্বপ্ন তার, হতে চান পাইলট।
Leave a Reply