আট দিন ধরে নিখোঁজ আছেন পাবনা জেলার ঈশ্বরদীর এক রিক্সাচালক।রিক্সাচালকের নাম শফিকুল ইসলাম (৪৫)। তার বাড়ি ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়াতে।
গত ৮ দিন অতিবাহিত হলেও সন্ধান মিলেনি তার।সন্তানের খোঁজ না পেয়ে শোকে বারবার মূর্ছা যাচ্ছেন শফিকুলের মা সুজানা বেগম।শোকে কাতর শফিকুলের বৃদ্ধ পিতা নাজিমউদ্দীন মন্ডল। এ দিকে স্বামীর স্মৃতি ভুলতে পারছেন না শফিকুলের স্ত্রী তসলিমা খাতুন।শফিকুলের নাবালক তিন ছেলে মেয়ের কান্নাও যেন থামছে না।ঈদেও আনতে পারেনি ঈদের আনন্দ।
জানা গেছে প্রতিদিনের ন্যায় গত ২৬ জুলাই রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয় শফিকুল । কিন্ত প্রতিদিন ন্যায় সেদিন বাড়িতে ফেরেনি শফিকুল। সময় গড়িয়ে গেলে বাড়ির অন্য সদস্যরা খোঁজ নিতে থাকে বিভিন্ন জায়গায়।কিন্ত কোন খোঁজ মেলেনি শফিকুলের। পরে এভাবে ৪দিন অতিবাহিত হলে গত ২৯ জুলাই নিখোজ শফিকুলের পিতা নাজিমউদ্দীন ঈশ্বরদী থানায় একটি সাধারন ডায়েরি করেন বলে জানিয়েছেন তার প্রতিবেশিরা।
এ বিষয়ে স্থানীয় সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক ( রানা সরদার ) বলেন, “আমার ইউনিয়নের আরামবাড়িয়া গ্রামের নাজিম উদ্দীন মন্ডলের ছেলে শফিকুল ইসলাম মন্ডল রিক্সা চালক ছিলো বলে আমি জানতাম। সে কিছুদিন ধরে নিখোঁজ বলে তার আত্নীয় স্বজন আমার কাছে এসেছিল।তাদের থানায় জিডি করার পরার্মশ দিয়েছি আমি। “
Leave a Reply