পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে বই বিতরণ করলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা । মঙ্গলবার সকালে উপজেলার ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে নতুন বই হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর আবুল খায়ের, ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুল ইসলাম প্রমুখ।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে নতুন বই হাতে তুলে দেয়ায় শিক্ষার্থীদের অভিভাবকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ বলেন, সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বোঝা নয়। আমরা সবসময় তাদেরকে সাথে নিয়ে সমাজকে আরো আলোকিত করতে চাই। করোনাকালে যাতে শিক্ষার্থীদের কোন কষ্ট না হয় তাই তাদের বাড়িতে গিয়ে বই হাতে তুলে দিয়েছি। পর্যায়ক্রমে উপজেলার সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে দেয়া হবে।
Leave a Reply