বিশ্ববিদ্যালয় খোলার আগে সকল আবাসিক হলের শিক্ষার্থীদেরকে টিকার আওতায় নিয়ে আসার লক্ষ্যে প্রাথমিকভাবে কার্যক্রম শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
মঙ্গলবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় খোলার আগে আবাসিক হলসমূহে অবস্থানকারী শিক্ষার্থী, হল সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভ্যাকসিন নিশ্চিত করতে আগামী ০৯ মার্চের মধ্যে সংশ্লিষ্ট প্রভোস্টদের নিকট জাতীয় পরিচয় পত্রের অনুলিপি পাঠাতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
এ বিষয়ে ইবির খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, আবাসিক হল খোলার প্রস্তুতির অংশ হিসেবে রেজিস্ট্রার অফিস থেকে চিঠি এসেছে আগামী সাত কার্যদিবসের মধ্যে হলসমূহে অবস্থানকারী শিক্ষার্থী, হল সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে ইউজিসি থেকে জাতীয় পরিচয়পত্রের তালিকা পাঠাতে বলা হয়েছে।
Leave a Reply