ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন বুনন’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ‘ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ বিভাগের শিক্ষার্থী মোঃ রাফিউল ইসলাম সভাপতি এবং ‘আইন ও ভূমি ব্যবস্থাপনা’ বিভাগের সোলায়মান হোসেন শাওনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) সংগঠনটির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান শেষে এই নতুন কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মারিয়া জামান এশা ও মাহদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম হাবিব, কোষাধ্যক্ষ সুরাইয়া আলম, দপ্তর সম্পাদক সানজিনা আক্তার, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক ইব্রাহিম খলিল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক আরশি আঁখি, আল্পনা বিষয়ক সম্পাদক আইরিন কবির এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুবায়ের হোসেন।
উল্লেখ্য, ‘রং তুলিতে, স্বপ্ন বুনি’ এই স্লোগানে ২০১৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় ‘বুনন’। প্রতিষ্ঠা লাভের পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিল্প সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী এ সংগঠনটি জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে ইভেন্ট ম্যানেজমেন্ট ও শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার কাউন্সিল করে থাকে সংগঠনটি।
Leave a Reply