ঈশ্বরদীতে করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড! একদিনেই শনাক্ত হয়েছেন ৫৯ জন।
পাবনা জেলার ঈশ্বরদীতে করোনা করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড করেছে।এতদিন দুইজন -তিনজনের ধারা থাকলেও এক লাফে তা ৫৯ জনে দাঁড়িয়েছে।
গতকাল (৪ জুলাই) এই একদিনে ৫৯ জন করোনা আক্রান্তের বিষয়টি জানা যায়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বাংলাদেশ সারাবেলাকে জানান গত ৪ জুলাই ঢাকা ও রাজশাহী এর ল্যাব থেকে প্রাপ্ত নমুনার ফলাফল অনুযায়ী ঈশ্বরদীতে একদিনেই করোনা আক্রান্ত হয়েছে ৫৯ জন।
এর মধ্যে রাজশাহীর ল্যাব থেকে ৩৩ জন ও ঢাকার ল্যাব থেকে ২৬ জনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
এর মাধ্যমে ঈশ্বরদীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৯৩ জনে
Leave a Reply