ঈশ্বরদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আবারো জরিমানা আদায় করা হয়েছে।
ঈশ্বরদীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া বাজার এবং পুরাতন ঈশ্বরদীর ভাদুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ঈশ্বরদী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের পাবনা সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম।
অভিযান টিমের সাথে থাকা ঈশ্বরদী উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সানোয়ার রহমান খোকন জানান, মূল্য তালিকা না থাকা এবং নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ওই দুই বাজারের ৪ টি দোকান এবং একটি হোটেলে মোট সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে। চলতি মাসের গত ২ তারিখে ঈশ্বরদী ইপিজেড গেট এবং বাঘইল দোতলা সাঁকো এলাকায় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিস্কুট রাখার দায়ে দুটি মুদি দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছিল। তিনি বলেন, ঈশ্বরদীতে চলতি মাসে আরো ৩ টি অভিযান পরিচালনা করবে অধিদপ্তরের টিম।
Leave a Reply