পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নবনির্বাচিত সাংসদ নুরুজ্জামান বিশ্বাসকে আওয়ামীলীগের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।দলীয় উদ্যোগে সংবর্ধনা দেয়া হলেও ঈশ্বরদী-আটঘরিয়ার সাধারণ জনতাও এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।স্থানীয় অনেক নেতাকর্মীর বলে সাংসদ হিসেবে স্বরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা পেয়েছেন নুরুজ্জামান বিশ্বাস। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ঈশ্বরদীর মুলাডুলিতে এই সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় নবনির্বাচিত এমপি নুরুজ্জামান বিশ্বাস মুলাডুলি রেলগেট এলাকায় পৌছালে আগে থেকেই সেখানে উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলেল সংবর্ধনা জানান। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্যেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
তিনি অপেক্ষামান নেতাকর্মীদের বলেন “জনগণের ভালোবাসায় আমি সিক্ত হলাম। জনগণের এই ভালোবাসা আমি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে উৎসর্গ করছি।”
বক্তব্য শেষে রাস্তার দুপাশে অপেক্ষমান মানুষজনকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
প্রয়াত এমপি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর টানা ৫ মেয়াদের পর এবার এমপি নির্বাচিত হয়েছেন পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। নবনির্বাচিত এই সংসদ সদস্য শপথ গ্রহণের পর আজ মঙ্গলবার ঈশ্বরদীতে আসেন। সেজন্য তাকে সংবর্ধনা দিতে আগে থেকেই দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ঈশ্বরদী ও আটঘরিয়ার আওয়ামীলীগের সকলস্তরের নেতাকর্মী, জনপ্রতিনিধি সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
গণসংবর্ধনা শেষে প্রায় দুই সহস্রাধিক মোটর সাইকেল ও শতাধিক গাড়ি বহরের শোভাযাত্রা সহকারে নূরুজ্জামান বিশ্বাস এমপিকে ঈশ্বরদীর নিজ বাসায় নিয়ে আসা হয়।নুরুজ্জামান বিশ্বাসের আগমন উপলক্ষ্যে রাস্তার বিভিন্ন স্থানে ও মোড়ে মোড়ে শোভামন্ডিত তোরণ নির্মাণ করা হয়। স্থানীয় সাধারণ মানুষ তোরণের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নতুন এমপিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
Leave a Reply