আজ শনিবার (১০- এপ্রিল) রাত ৯ ঘটিকায় ঈশ্বরদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।শহরের আকবরের মোড় সংলগ্ন করোনা প্রতিরোধ কমিটির অফিস কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির যুগ্ম আহবায়ক ও যুবলীগ নেতা,স্থানীয় সাংসদপুত্র তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা মিজান মালিথা,উপজেলা করোনা প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য ও বঙ্গবন্ধুর পুণ্যভূমি গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ, আব্দুল মুকিত বিশ্বাস, জোবায়ের আহমেদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন নয়ন,যুবলীগ নেতা জহুরুল ইসলাম, আপেল মাহমুদ,আশিক হায়দার বিশাল,আরাফাত জামানসহ যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মী ও করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা।
ঈশ্বরদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির যুগ্ম- আহবায়ক দোলন বিশ্বাস বলেন, “আমরা গত বছর করোনা নিয়ন্ত্রণ রাখতে নিরলসভাবে কাজ করে সফলতা পেয়েছি । সেই অভিজ্ঞতা নিয়ে এবারও ঈশ্বরদীতে করোনা প্রতিরোধ কমিটির সকলকে নিয়ে কাজ করতে হবে।”
এ সময় তিনি সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা বলেন এবং আগামী ১২ তারিখে আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন ভাবে কমিটি গঠন করে এই করোনাত সময়ে আরো শক্তিশালীভাবে আগানোর প্রত্যয় ব্যক্ত করেন।
এই সময়ে উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়।
প্রসঙ্গত, গত বছর করোনার শুরুতে করোনা প্রতিরোধকল্পে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও বর্তমান সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলীকে আহ্বায়ক,যুবলীগ নেতা দোলন বিশ্বাসকে যুগ্ন আহ্বায়ক ও পৌর ছাত্রলীগের সাবেক ১নং যুগ্ন-সাধারণ সম্পাদ অবুজ,সাবেক ছাত্রলীগ নেতা মিজান মালিথা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের তৎকালীন সহ-সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ,হাফেজ আব্দুল মুকিত বিশ্বাসকে সদস্য করে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।পরবর্তীতে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি ত্রান বিতরণ ও করোনা প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে ঈশ্বরদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটি।
Leave a Reply