রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষায় সংগৃহিত নমুনার এক দিনের সবকয়টি নমুনার ফলাফল প্রতিবেদনই ‘পজিটিভ’ এসেছে।তবে যান্ত্রিক ত্রুটি ধারণা করে সেই ফলাফল ঘোষণা থেকে বিরত ছিলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পিসিআর যন্ত্রের কোথাও কোনো গোলমাল হয়েছে বলেই ধারণা কর্তৃপক্ষের। তাই পিসিআর যন্ত্র ঠিক করতে গত এক সপ্তাহ ধরে পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ সারাবেলা’র স্থানীয় প্রতিবেদকের মাধ্যমে জানা যায় গত ৩১ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর যন্ত্র দিয়ে মোট ৯৪টি নমুনা পরীক্ষা করা হলে ৯৪ টি নমুনা পরীক্ষার ফলাফলেই শতভাগ করোনা ‘পজিটিভ’ আসে। এমন অস্বাভাবিক ফলাফল দেখে সেদিনের ফলাফল ঘোষণা করা হয়নি। টেকনোলজিস্টরা ধারণা করছেন যন্ত্রের কোথাও কোনো গোলমাল হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে মোট ১৮৮ টি করোনা নমুনা পরীক্ষার সক্ষমতা আছে, যা এক সপ্তাহ ধরে বন্ধ আছে। তবে বাংলাদেশ সারাবেলা’র প্রতিবেদককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পিসিআর যন্ত্রটি পরীক্ষা করে যন্ত্রটি ত্রুটি ধরা পরেছে।ফলে বারবার সেটি পরীক্ষা করা হচ্ছে।
আজ-কালের মধ্যেই নমুনা পরীক্ষা শুরু হবে বলে জানা গিয়েছে।
Leave a Reply