ঊনিশ বছর
ঊনিশের সেই তরতাজা ছেলেটি
অচিরেই কেনো দুমড়ে মুচড়ে যায়?
খরস্রোতা সেই হৃদপিন্ড কেনো
মৃতপ্রায় নাম পায়!
ঊনিশের সেই উৎসুক ছেলেটি
হঠাৎ কেনো নিরাশ?
শিরায় শিরায় বয়ে যায় বাতাস
তবুও কেনো বিষণ্ন হতাশ!
ঊনিশের সেই ছেলেটি
বদলে গেছে কেনো হাসিতে?
মনের বিরুদ্ধে হেরে যুদ্ধে
ঝুলে আছে ঘুম ফাঁসিতে!
ঊনিশের সেই ছেলেটি
আলো কেনো করে হেলা?
কোন কলঙ্কিনীর প্রতীক্ষায়
ফুরিয়ে যাচ্ছে বেলা!
ঊনিশের সেই ছেলেটির
চোখে মুখে কেনো হাহাকার?
ক্ষুণ্ন হওয়া কোন অধিকার
সে ফিরে পেতে চায় বারংবার!
ঊনিশের সেই ছেলেটি
নিজেকে কেনো দেয় ফাঁকি?
হয়তো এখন নির্মম সময়
আগামীর উচ্ছাস বাকি।
ঊনিশের সেই ছেলেটি
যাবে বিশ পেরিয়ে একুশে!
জীবনকাব্যে ছন্দ নাচিয়ে
ফিরে যাবে দীপ্তহাসিতে।
লেখকঃ উদীয়মান কবি সাগর শিকদার
Leave a Reply