কুমারী প্রেম (মৃত)🌿
হে জলরাশী আঁকাবাঁকা দীঘল হ্রদ
প্রান খুলে আজ হাসো
নেচে গেয়ে ছলছলিয়ে ধেয়ে বলো
ধরনীকে “ভালবাসো”।
আমার কুমারী প্রেম
কেঁদে কেঁদে মরে গেছে
না পেয়ে তোমার সাড়া।
হে জলরাশী-
জল সিঞ্চন করো মরুভাস্করে
প্রেম বন্ধনে বাধো এ বাঁধন
এই তীরে তোমার কাঁদিছে চাতক
ঐ তীর শূন্য একা
কুমারীকা কহো
পাবো কি তাহার দেখা!
নীলাঞ্জন গুটাও পরিধী
ধরনীর কোলে এসে
মরু পুষ্প ফুটাও
তটীনিকে ভালোবেসে
আমাকে তোমার প্রেমটুকু দাও
মন্ত্রনা দাও হাসি
জেগে উঠুক মৃত প্রেম আমার
ফিরে আসুক ভালবাসাবাসি।।
লেখাঃ মেহরীন মুমু,শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
Leave a Reply