মায়ের আঁচল,
হাত মুছেছি, নাক মুছেছি
মুছেছি গোসল শেষে পানি,
তুমি আমার মায়ের আঁচল
প্রতি সুতোয় ভালবাসার খনি।
কাঁদছি আমি শীতের তরে
কাঁথা-কম্বল সবই ছেড়ে,
আমায় তুমি উষ্ণ করো
তোমার আঁচল ঢেকে।
তুমি যখন আমায় রেখে
ফিরতে তোমার কাজে,
মাগো তোমার আঁচল টেনে
নিতাম আমার মুখে।
আসতে আবার আমার কাছে
নিতে তুলে কোলে,
আঁচল দিয়ে বাঁধতে আমায়
তোমার পিঠে চেপে।
সকল কাজ করে যখন-
খেতে বসতে তুমি,
তখন তোমার কোলে মলমূত্র
ত্যাগ করেছি জানি।
আঁচল দিয়ে ঢেকে নিয়েছো
করো নাইকো রাগ,
তাইতো খোদা তোমার পদতলে-
দিয়েছে জান্নাত।
কবিঃ মাহ্মুদুন- নবী-সবুজ
শিক্ষার্থী, কৃষি বিভাগ,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।
Leave a Reply