পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী কয়রাবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ ফেব্রুয়ারি (সোমবার) প্রতিষ্ঠানটির নিজস্ব মাঠ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪৬ টি ইভেন্টে বিদ্যালয়ের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
উক্ত আয়োজনের অনুষ্ঠান সূচীতে ছিলো ক্রীড়াবিদদের মাঠে সমাবেশ সকাল ৮:০০ মিনিট, অতিথিবৃন্দের আসন গ্রহণ ও ব্যাচ প্রদান ৮:১৫ মিনিট, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শপথ গ্রহণ ৮.৩০ মিনিট,জাতীয় পতাকা উত্তোলন ৮:৪৫ মিনিট,ডিসপ্লে প্রদর্শণ (গার্লস ইন গাইড দল) ৮:৫০ মিনিট,প্রধান অতিথির সালাম গ্রহণ ৯:০০ মিনিট,উদ্বোধনী ঘোষনা ৯:১৫ মিনিট, মশালসহ মাঠ প্রদক্ষিণ ৯:৩০ মিনিট,ক্রীড়া প্রতিযোগিতা শুরু সকাল হয় ১০ টায়, দুপুরের বিরতি ১.০০ মিনিট এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় বিকেল ৫ টায়।
৫২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও বিপুল উৎসাহে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহের আমেজ বিরাজ করে। তাই এই আয়োজন জমকাল করতে ব্যাপক প্রস্তুুতি নেয়া হয়েছে।
উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী,দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মায়া খাতুন, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া স্কুলের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন চাঁদভা আলিম মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আব্দুল আজিজ এছাড়া গ্রামের সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী কৃতি সন্তান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জনাব তানভীর ইসলাম বলেন, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অনেকে এগিয়ে আছে। উপজেলা পর্যায়ে সকল কার্যক্রমে এ প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করে। আমিও প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি এবং এই প্রতিষ্ঠানের পাঠদান কক্ষের যে সমস্যা রয়েছে তা সমাধানে সর্বাত্মক চেষ্টা করব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমানের আমন্ত্রণে ও সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন দেবোত্তর ইউপি সদস্য মোঃ আকরাম আলী, মোঃ মুক্তার হোসেন, মোছাঃ মর্জিনা খাতুন।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়া পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক মোঃ মানিক উদ্দিন, সিনিয়র শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন, কেএম মহব্বত হোসেন, সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন, মোঃ আবদুল মালেক, আব্দুল্লাহ আল মামুন।
উক্ত অনুষ্ঠানের ধারা বর্ণনায় ছিলেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল মমিন এবং সরকারি শিক্ষক ইসরাত জাহান। ফলাফল সংগ্রহ করার দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক শিলা খাতুন, আমেনা খাতুন জাহানারা খাতুন এবং কনি রানী সেন।
Leave a Reply