বর্তমান করোনা পরিস্থিতিতে এইচ.এস.সি. পরীক্ষা দিতে চাচ্ছেন না শিক্ষার্থীরা।পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এইচএসসি পরীক্ষা নেয়ার দাবি তাদের।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন শিক্ষার্থীরা।
গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচএসসি পরীক্ষা দ্রুতই শুরু হওয়ার আভাস দিলে এর প্রতিবাদে সরব হয়ে উঠেছে পরীক্ষার্থীরা।ইতিমধ্যে ফেইসবুকে গ্রুপ খুলে শিক্ষার্থীরা করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছেন।অল্প সময়ের ব্যবধানে হাজার হাজার শিক্ষার্থী ফেইসবুক গ্রুপে যুক্ত হয়ে দাবি জানাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এইচএসসি পরীক্ষা নেয়ার।
পরীক্ষা শুরু হওয়ার ক্ষেত্রে অন্তত ২ মাস আগেই জানানোর অনুরোধ তাদের।কেননা বারই পুনরায় রিভিসন দিতে হবে।
এখন পরীক্ষা নিলে কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হলে তার বাকি পরীক্ষা কিভাবে নেওয়া হবে, সেই বিষয়েও অনেকেই জানতে চেয়েছেন।
এদিকে বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে “Z” আকৃতিতে বসিয়ে পরীক্ষা নেয়া হবে জানানো হয়।এক্ষেত্রে পরীক্ষার হলে স্বাস্থ্য বিধি মানা হলেও তাদের কেন্দ্রে প্রবেশ এর ক্ষেত্রে কিভাবে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হবে,তা নিয়েও শিক্ষার্থীদের প্রশ্ন রয়েছে।
Leave a Reply