“আমার করোনা হয়েছে। তাই আর বাঁচবো না আমি। মরতে যাচ্ছি।”
স্ত্রীকে এই রকম কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান এক স্বামী। এরপর কোন খোঁজ পাওয়া যায়নি তার।
পরে স্থানীয় পুলিশকে বিষয়টি জানায় স্ত্রী। তদন্ত শেষে জানা গেছে ওই নারীর স্বামী করোনা আক্রান্ত নন।বরং করোনার নাটক করে বাড়ি থেকে পালিয়ে প্রেমিকার সাথে বসবাস করছে। এ ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামে।
জানা গেছে, গত ২১ জুলাই ওই যুবক স্ত্রীকে তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানায়। তাই আর সে বাঁচতে চায় না। সে কারণে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে বলে চলে যায়।এরপর বাড়ি থেকে বেড়ানোর পরই মোবাইল বন্ধ পাওয়া যায় ওই যুবকের। এমনকি পরের দিন ওই যুবকের মোটর বাইক, মানিব্যাগ, হেলমেট, বাইকের চাবি খুঁজে পাওয়া যায়। এরপরই ওই যুবকের স্ত্রী স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন।
পুলিশ তদন্ত করে পরে জানতে পারে ওই যুবকের করোনা হয়নি। মোবাইল অফ থাকা কারনে ওই যুবকের লোকেশন ট্র্যাক করাও অসম্ভব ছিলো।
গত সপ্তাহে হঠাৎ করে বেশ কিছুক্ষণের জন্য তার মোবাইল অন পাওয়া যায়।এরপর পুলিশ ওই যুবকের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযান চালায়। এরপর জানা যায় ওই যুবক পরিচয় বদলে একটি ভাড়াবাড়িতে প্রেমিকার সঙ্গে বসবাস করছে। পুলিশ ওই যুবককে আটক করে আবার তার স্ত্রীর কাছে ফিরিয়ে দেয়।
Leave a Reply