পিরোজপুরের কাউখালি উপজেলায় তাসলিম আব্দুল্লাহ (১৭) নামে এক কলেজ ছাত্রের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিম (১৭ ) সয়না রঘুনাথপুর ইউনিয়নের শির্ষা গ্রামের আল আমিন ফকিরের ছেলে। সে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।
স্থানীয়রা জানান, তাসলিম নানা বাড়ির সামনে একটি পাঞ্জেগানা মসজিদে বাসা থেকে বিদ্যুতের লাইন দেয়ার জন্য কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তাকে সাথে সাথে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা পার্থ মিস্ত্রি তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালি থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রাজিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply