কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের বর্ষ পূর্তি সামনে রেখে ২ দিনের কারফিউ জারি করা হয়েছে ।
কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের এক বছর পূর্ণ হওয়ার এক দিন আগে ভারত শাসিত কাশ্মীরে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। সোমবার কর্তৃপক্ষ মুসলিম অধ্যুষিত অঞ্চলে ৫ আগস্ট “কালো দিন” উপলক্ষ্যে বিশাল প্রতিবাদ কর্মসূচি আয়োজনের পরিকল্পনার গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে ২ দিনের পূর্ণ কারফিউ এর ঘোষণা দেন।
সোমবার ও মঙ্গলবার ভোরে শ্রীনগর শহরে পুলিশের গাড়ি টহল দেয় এসময় অফিসার পর্যায়ের কর্মকর্তারা স্থানীয়দের নিজ বাড়ীতে অবস্থানের নির্দেশ দেন। শ্রীনগর এর প্রধান সড়কে নতুন কাঁটাতার এবং ষ্টীল ব্যারিকেড স্থাপন করা হয় এবং মঙ্গলবারে কয়েক হাজার সেনা মূল শহর ও শহর সংলগ্ন গ্রাম গুলোতে মোতায়েন করা হয়।
পুরাতন শ্রীনগর শহরের বাসিন্দা ইমরিয়াজ আলি স্থানীয় একটি বার্তা সংস্থাকে জানান পুলিশ আমাদের শহরে টহল দেওয়ার সময় এমন ভাবে বাড়ীতে থাকার নির্দেশ দিল যেন মনে হচ্ছে আমরা এখনো কারাবন্দী নয়! নাজনিনপোরা গ্রামের এক বাসিন্দা মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত হয়ে জানান আমি দেখেছি আমার দুই প্রতিবেশী স্থানীয় দোকানে রুটি কিনতে গেলে সেনারা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সাব্বির আহমেদ দার নামের একজন জুস ফ্যাক্টরির কর্মচারী বলেন সে কাজের জন্য বের হলে শ্রীনগর এর কয়েকটি চেকপোস্টে তাকে বাঁধা দেওয়া হয় এবং বাড়ি ফিরে যেতে বলা হয়।
কিন্তু কর্তৃপক্ষ জানায় নিরাপত্তার স্বার্থে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্য মতে বিচ্ছিন্নতাবাদী ও কিছু পাকিস্তান সমর্থিত দল ৫ আগস্ট কে “কালো দিন” আখ্যা দিয়ে প্রতিবাদের নামে সঙ্ঘাত পূর্ণ অবস্থা সৃষ্টি করতে তৎপর।
পাকিস্তনের পক্ষ থেকে বলা হয় কাশ্মীরিদের প্রতি ভাতৃত্ববোধের নিদর্শন স্বরূপ ৫ আগস্টে অবরোধ দিবস পালন করবে। গত বছর ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারায় জম্মু-কাশ্মিরকে দেওয়া বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্র শাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার।
Leave a Reply