কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন থিয়েটারের নবনির্বাচিত কমিটির সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে।
রবিবার (১৭ জানুয়ারি) দুপুর দুইটায় কমিটির সভাপতি অর্ক গোস্বামী এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটি এবং থিয়েটারের সকল সদস্যরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর টেকনিক্যাল উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক, সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী, কার্যনির্বাহী উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, গনিত বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ আবদুল্লাহ আল মাহবুবসহ থিয়েটারের নাট্যকর্মীরা।
Leave a Reply