কুমিল্লার মহানগরীর ঠাকুরপাড়ায় ক্রিকেট খেলা নিয়ে বিবাদের জেরে ছুরিকাঘাতে মো. আমিন হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ ঠাকুরপাড়া এলাকায় খেলার মাঠে তাকে ছুরিকাঘাত করে বখাটে কয়েকজন যুবক। এরপর স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ আমিনের বাড়ি জেলার মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামে। সে পরিবারসহ নগরীর ঠাকুরপাড়ায় একটি ভাড়া বাসায় থাকত।
এ ঘটনায় কিশোর আমিনের মা শেফালী বেগম শনিবার কোতোয়ালি মডেল থানায় চার জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করলে পুলিশ প্রধান আসামি পারভেজ ও তার খালা নাজমাকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ছুরি উদ্ধার করা হয়েছে।
এদিকে ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে পরিবারের কাছে আমিনের মরদেহ হস্তান্তর করা হয়। বেলা আড়াইটায় নগরীর টমছমব্রিজ এলাকায় একটি কবরস্থানে আমিনের মরদেহ দাফন করা হয়।
এ ঘটনায় পুলিশ জানায়, শুক্রবার সকালে কুমিল্লা নগরীর বিসিক এলাকায় একটি মাঠে ক্রিকেট খেলছিল আমিন। এই খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন পারভেজ। নো বল দেয়া নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়। পরে পারভেজ ছুরি এনে আমিনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই কিশোর আমিন মারা যায়।
Leave a Reply