পাবনার ঈশ্বরদীতে মুজিব বর্ষ উপলক্ষে আওয়ামীলীগ নেতা গালিবুর রহমান শরীফের নির্দেশনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দ্যোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহাম্মেদ এর নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে পরবর্তীতে তিলোকপুর স্কুল,দীঘা প্রাথমিক বিদ্যালয়, আওতাপাড়া নূরজাহান বালিকা উচ্চ বিদ্যালয় সহ সাহাপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগনকে সাথে নিয়ে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। বাবুলচারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক এই মহৎ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বলেন “গালিবুর রহমান শরীফ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এতো সুন্দর একটা আয়োজন করার জন্য। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমাদের ঈশ্বরদী আরো সুন্দর ও সবুজে পরিণত হবে।”
এই সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি কাওসার আহমেদ জীবন, জাহাঙ্গীরনগর বিশ্ববিল্যালয় পাবনা জেলা ছাত্র কল্যান সমিতির সভাপতি আমানুল ইসলাম,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আসাদ,সালমান শিহাব, তোমিরুল ইসলাম- খুলনা প্রৌকশলী বিশ্ববিদ্যাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাইমুর রহমান দুর্জয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মমিন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সায়েম,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কওসার আহাম্মেদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিখন হোসেন,প্রীতম কুন্ডু, সালমান শিহাব,পাভেল হোসেন, রনি হাসান, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের আফিফুর রহমান আফিফ,আব্দুল মোমিন,হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হ্যাপি প্রমুখ।
এছাড়া সার্বিক ভাবে সহযোগীতা করে এডয়ার্ড কলেজের শাহারিয়ার খান প্রান, মনি, মামুন হোসেন, শোভন হোসেন, তম্ময় সহ আরও অনেকে।
এ বিষয়ে বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেয়া পাবিপ্রবি ছাত্রলীগ নেতা সাব্বির আহাম্মেদ বলেন ” আমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে ঈশ্বরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি যা এক মাস ধরে আমরা চলমান রাখতে চাই।এই কর্মসূচির সার্বিক সহযোগিতা ও নির্দেশনা প্রদান করেছেন আমাদের নেতা গালিবুর রহমান শরীফ। “
Leave a Reply