১লা নভেম্বর (সোমবার) গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের (ব্যবসা বিভাগ) শিক্ষাবর্ষ ২০২০-২১এর মনোনীত শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আর এরই সাথে সাথে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সমাপ্তি হয়েছে।
আজ সকাল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থান থেকে নির্ধারিত সময়ের আগে আসতে শুরু করে পরীক্ষা কেন্দ্রে। সকাল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেইট সহ আশেপাশের বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। সকাল সাড়ে ১০ টা নাগাদ ক্যাম্পাসের গেইট গুলো খুলে দিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীরা একে একে পরীক্ষার হলে প্রবেশ করেন। বিভিন্ন জেলার ছাত্র কল্যাণ পরিষদ গুলো তাদের নিজ নিজ জেলার নামে ব্যানার নিয়ে দূর থেকে আগত পরীক্ষার্থীদের সুবিধার্থে টেবিল নিয়ে বাহাদুর শাহ পার্ক ও জবি গেটের আশেপাশে অবস্থান করে।
ভর্তি পরীক্ষা নিয়ে সকল অপ্রীতিকর পরিস্থিতির জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়ালবডির সদস্যগণ সকাল থেকে ক্যাম্পাসে উপস্থিত ছিলেন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।
পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে প্রশ্ন তুলে দেয় শিক্ষকেরা। শিক্ষার্থীরা প্রশ্ন পেয়ে সাথে সাথে নির্বিঘ্নে পরীক্ষা দিতে শুরু করে প্রত্যেকটা কেন্দ্রে। ক্যাম্পাসে প্রশ্ন ফাঁস রোধে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট টহলরত অবস্থায় ছিলো সার্বক্ষণিক। এই সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক। সাথে ছিলেন কোষাধক্ষ্য ড. কামাল উদ্দিন আহমদ, রেজিস্টার ওয়াহিদুজ্জামান ও বিভিন্ন বিভাগের ডিন, প্রক্টোরিয়ালবডির সদস্যগণ।
পরীক্ষা শেষে শিক্ষার্থীদের সাথে কথা বললে, অনেকেই জানান গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষাশ অংশগ্রহণ তাদের জন্য অনেক সুবিধাপূর্ণ হয়েছে। তবে অনেকেই সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ জানায় যে উর্ধ্বতন কর্মকতাদের দৃষ্টি আকর্ষণ করে এবারের পরীক্ষার ফলাফল যেন সুষ্ঠুভাবে শিক্ষার্থীরা পায়।
Leave a Reply