গোপালগঞ্জ জেলার সদর উপজেলাধীন ১ নং জালালাবাদ ইউনিয়ন অধিভুক্ত ইছাখালী গ্রাম ও তার পার্শ্ববর্তী নড়াইল জেলার ঘাঘাধলোই তলা নামক গ্রামের মধ্য দিয়ে প্রবহমান মধুমতি নদীর উপর একটা সড়ক সেতু পাশ হওয়ায় তার উদ্বোধনী আলোচনা সভার আয়োজন করে ১ নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।
আজ (২১ জানুয়ারি,২০২১) বৃহস্পতিবার আনুমানিক বেলা ১১ ঘটিকায় উক্ত ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবনে চেয়ারম্যানের নিজ সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান এম সুপারুল আলম টিকে। এছাড়া সেখানে আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত সভায় ইউনিয়ন চেয়ারম্যান এম সুপারুল আলম টিকে বক্তব্যে বলেন, “আমার সময়কালে আমি যতদূর সম্ভব তার চেয়ে বেশি চেষ্টা করেছি আমার ইউনিয়নের রাস্তা-ঘাট, বাড়ি-ঘর , টিউবওয়েল সহ যাবতীয় সার্বিক উন্নয়নের জন্য যাতে আমার ইউনিয়নবাসীর কোনো ভোগান্তি না হয়।
তারই ধারাবাহিকতায় আমার ইউনিয়নের অধীনে পাশকৃত নড়াইল ও গোপালগঞ্জ দুটি জেলা সংযোগকারী সেতুর আজ শুভ উদ্বোধন ঘোষনা করছি। এবং সেই সাথে তিনি অসংখ্য ধন্যবাদ ব্যাক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ ফজলুল করিম সেলিম মাননীয় সংসদ গোপালগঞ্জ এর প্রতি।”
তিনি আরো বলেন “এই সেতু বাস্তবায়ন বলে গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী নড়াইল জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ ও দুই জেলার মানুষের মধ্যে আন্তযোগাযোগ আরো নিবিড় হবে। ”
এ বিষয়ে উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলে জানা যায় তারা এই সেতুর অভাবে দীর্ঘদিন ভোগান্তিতে রয়েছে। কেননা ইছাখালী গ্রাম গোপালগঞ্জের সর্ব শেষপ্রান্তে অবস্থিত।পাশের মধুমতি নদী পার হলেই নড়াইল জেলা।তাদের ভাষ্যমতে গোপালগঞ্জ জেলা শহর থেকে নড়াইল জেলা শহর তাদের বেশি নিকটে। তাই চিকিৎসা, শিক্ষা সহ বিভিন্ন তাদের প্রয়োজনে দুই জেলার সঙ্গেই গভীর যোগাযোগের প্রয়োজন হয়। এবং এজন্য অনেক সময় ব্যায় করে খেয়া- নৌকায় নদী পার হয়ে আসা যাওয়া করতে হয়।
তাই এই সেতু নির্মাণ হলে তাদের অনেক অনেক সুবিধা হবে বলে তারা ব্যাক্ত করেন।
Leave a Reply