সম্প্রতি দেশে বইয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে মেসার্স হাদিয়া ব্রিকসের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পিরোজপুর জেলার কাউখালী উপজেলার নদীর পশ্চিম পাড়ে সোনাকুর গ্রামে অবস্থিত। গত ২০/০৫/২০২০ ইং তারিখে ঘূর্ণিঝড় আম্ফান উপকূলীয় এলাকায় আঘাত হানে। এতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১৫-২০ ফুট পানি বেশি হয়। ফলে অধিকাংশ এলাকা প্লাবিত হয়। ফলে হাদিয়া ব্রিকস নদীর তীরে অবস্থিত হওয়ায় এটি পানিতে তলিয়ে যায় এবং ব্যপক ক্ষয়ক্ষতি হয় । হাদিয়া ব্রিকসের এমডি ইঞ্জিনিয়ার নাঈম সালেহীন প্রিন্স জানায় ৪০০০০০ ( চার লক্ষ) কাঁচা ইট পানিতে ভিজে যায়। ইট তৈরির কাঁচামাল, মাটির স্তুপ নদীর স্রোতে ভেঙে যায়। আনুমানিক ৫০০০০ (পঞ্চাশ হাজার) ফুট মাটি ভেঙে গেছে। নদীর পাড়ে কয়লা রাখা ছিল আনুমানিক ২০০ দুইশত টন যা স্রোতে ভাসিয়ে নিয়ে যায়।লেবারদের জন্য তৈরিকৃত পাকা ঘড়ের টিনের চাল উড়িয়ে নিয়ে যায় বলে জানান তিনি। সর্বমোট প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ও হাদিয়া ব্রিকস এর মালিক পক্ষ থেকে জানা গিয়েছে।
Leave a Reply