রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের কর্মশালা আয়োজিত সাংবাদিকদের সাথে রবি উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিএসটিই ক্লাবের নেতৃত্বে সাইফ-জাবেদ গণমাধ্যম প্রকাশিত সংবাদের বিষয়ে লিখিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কয়রায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল চকরিয়ায় গণসংবর্ধনায় আগতদের উপর হামলার ঘটনায় ৩ চেয়ারম্যানসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা ফিজিওথেরাপি পেশাকে কটুক্তি করায় যবিপ্রবি শিক্ষার্থীদের প্রতিবাদ  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ চকরিয়ায় রাতের অন্ধকারে ঘাঁস মারা বিষ প্রয়োগ করে পানের বরজ নষ্ট করে দিলো দূর্বৃত্তরা আন্দোলনে আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীদের ফ্রি ফিজিওথেরাপি চিকিৎসা দিবে যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগ কক্সবাজারে সাংবাদিকদের উপর আ’লীগ-ছাত্রলীগের হামলা পাবনার আটঘরিয়ার নরজান গ্রামে বিদ্যুতায়িত হয়ে ভাই-বোনের মৃত্যু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ সমাবেশে গেট ভেঙে প্রবেশের চেষ্টা স্থানীয় ছাত্রলীগের : আহত ১ চকরিয়ার উচিতারবিল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে শিক্ষার্থী মারধরের অভিযোগ কর্ণফুলীতে অর্থ প্রতিমন্ত্রীর পিএস নামধারী রাহুলের সহযোগিতায় হরিলুট পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর পাওয়া গেল কিশোরের লাশ কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলনে যবিপ্রবি শিক্ষার্থীরা, উত্তপ্ত যবিপ্রবি  নোবিপ্রবিতে উচ্চশিক্ষায় স্কলারশিপ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত  কোটা বিরোধী আন্দোলনে সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মানববন্ধন যুদ্ধাপরাধী পরিবারের সদস্যদের রাজাকার পরিবার বলায় সাংবাদিক কে হুমকি কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে “উৎসর্গ ফাউন্ডেশন” এর উদ্যোগে সেমিনার আয়োজন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম সিনেট অধিবেশন অনুষ্ঠিত পাবনায় ক্যাট শো প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ডে সড়কে নেই সড়ক বাতি, বাড়ছে অপরাধ

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৬ ০০০ বার

কক্সবাজারের চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ডের ভাঙ্গারমুখ থেকে ব্রজেন্দ্র মহাজনের ঘাঁটা এলাকা পর্যন্ত সড়ক প্রায় ২ কিলোমিটার। এরপরের অংশ ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ওয়ার্ড হয়ে অলিশাহ বাজার পর্যন্ত ১ কিলোমিটার। সব মিলিয়ে ভাঙ্গারমুখ থেকে অলিশাহ বাজার পর্যন্ত সড়কটি প্রায় ৩ কিলোমিটার। চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ও ফাঁসিয়াখালী ২নং ওয়ার্ডবাসীর চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ সড়ক। তবুও ৩ কিলোমিটার সড়কের পাশে নেই রাত্রিকালীন সড়ক বাতি।

এই সড়কপথে প্রতিদিন ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে থাকে। দিনের আলো ফুরিয়ে যাবার সাথে সাথে সন্ধ্যা নেমে এলেই গুটগুটে অন্ধকার।

এই সুযোগেই চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপকর্ম করে থাকে অপরাধীরা। এসব কারণে সড়কে রাতের বেলায় সাধারণ মানুষজন স্বাভাবিক চলাফেরা করতে পারছে না। রাতে এই সড়কে গাড়ি চালক ও যাত্রীদের মনে ভয়ভীতি কাজ করে।

জানা গেছে, এই সড়ক জুড়েই সন্ধ্যার পর থেকে গুটগুটে অন্ধকারে গা ছমছমে পরিবেশ তৈরি হয়। কারণ, ৩কিলোমিটারের এ সড়কে নেই কোনো সড়ক বাতি। বিশেষ করে ভাঙ্গারমুখ বাজার থেকে ব্রজেন্দ্র মহাজনের ঘাঁটা ইজিবাইক স্ট্যান্ড পর্যন্ত ২ কিলোমিটার সড়ক রাতে হয়ে ওঠে অতি ভয়ংকর। দিনের আলো ফুরিয়ে যাবার সাথে সাথে সন্ধ্যা নেমে এলেই অন্ধকারে ওই সড়কে এলাকার মানুষজন স্বাভাবিক চলাফেরা করতে পারে না।

রাত হলেই সাধারণ মানুষজনসহ যাত্রীরা যাওয়া আসার সময় মাঝে মধ্যেই ছিনতাই, ডাকাতিসহ বিচ্ছন্ন ঘটনার কবলে পড়েন। প্রায় সময় সড়কের মাঝপথে ছিনতাইয়ের মতো ঘটনা হয়ে থাকে। তাই রাতের বেলা ভয়ে যাত্রী ও গাড়ি চালকরা এই সড়ক দিয়ে চলাচল করতে চায় না। এলাকার মানুষজন স্বাভাবিক চলাফেরা করতে ভয় পায়। রাত হলেই চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের আশঙ্কা কাজ করে। বিগত ছয় মাসে এই এলাকায় কমপক্ষে ১০টি চুরি, ডাকাতিসহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, ভাঙ্গারমুখ থেকে ব্রজেন্দ্র মহাজনের ঘাঁটা এলাকা পর্যন্ত সড়কের আশপাশের ফাঁকা জায়গাগুলো রাতের বেলা চলাফেরা করতে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। কারণ সড়ক বাতি না থাকায় এসব জায়গায় অন্ধকারে চুরি ও ছিনতাইয়ের ঘটনা প্রতিনিয়তই ঘটে। বিভিন্ন বাসা-বাড়ি, দোকানেও রাতের বেলায় ডাকাতি ও চুরি ঘটনা ঘটে থাকে। সম্প্রতি রাতের অন্ধকারে ব্রজেন্দ্র মহাজনের ঘাটা এলাকার চা দোকান ব্যবসায়ী সুমনের দোকান থেকেও চোরের দল বেশকিছু মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

তারা আরও জানান, গত কয়েকমাস আগে ফাঁসিয়াখালী ২নং ওয়ার্ডের বাসিন্দা ব্রাক ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার শহিদুল ইসলাম ঢাকা থেকে অফিসিয়াল কাজ শেষ করে চকরিয়ার চিরিংগা পৌরশহরে নেমে রাত আনুমানিক ২টার দিকে অটোরিকশা যোগে তার নিজ বাড়িতে ফেরার পথিমধ্যে পৌরসভা ৯নং ওয়ার্ডের মৌলভীপাড়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে সিএনজি নিয়ে এসে একদল ছিনতাইকারী তার কাছে রক্ষিত নগদ টাকা, ব্যাংকের এটিএম কার্ড, মোবাইলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছিনতাই করে নিয়ে যায়। পরে অটোরিকশা চালক ও ব্যাংক ম্যানেজার শহিদুল ইসলামের চিৎকার শুনে পাশ্ববর্তী বাড়ির সাংবাদিক মোঃ কামাল উদ্দিন ও তার পরিবারের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে এবং জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা।

এছাড়াও সড়কে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে ইতিমধ্যে রাত্রিকালীন সড়ক বাতির জন্য আবেদন জানিয়ে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বরাবর স্মারক লিপিও প্রদান করেছেন সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন রাইজিং স্টার ফাউন্ডেশন। এরপরও কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি চকরিয়া পৌরসভা কর্তৃপক্ষ।

এবিষয়ে জানতে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী’র মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..