কক্সবাজারের চকরিয়ায় লেগুনা-পিকআাপের মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালক মো. নোমান (২০) নিহত হয়েছেন। এসময় লেগুনার তিন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (১৩ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নোমান চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মো. শাহাব উদ্দিনের ছেলে। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর মুর্শেদুল আলম ভুঁইয়া বলেন, সকাল ৯টার দিকে চট্টগ্রামুখি একটি পিকআপ এর সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় লেগুনা সড়কের পাশে খাদে উল্টে গিয়ে চালক ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহত লেগুনার চালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply