ফরিদপুরের প্রগতিশীল ও সাংস্কৃতিক সংগঠক, বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী, ফরিদপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা চৌধুরী হাফিজুর রহমান (মিন্টু) আর নেই। ফরিদপুরের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব চৌধুরী হাফিজুর রহমান (মিন্টু) রবিবার মধ্যরাত ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেহ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি হঠাৎ শনিবার রাত থেকে করোনা উপসর্গ জনিত (শ্বাসকষ্ট) কারণে ভুগছিলেন। রোববার রাতেই তার মরদেহ শহরের ফরিদপুরে লক্ষীপুর তার নিজ বাড়িতে নেয়া হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ফরিদপুর জেলা সংসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ মহিলা পরিষদ, উদীচী সহ ফরিদপুরের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিত্ব।
Leave a Reply