পাবনার চাটমোহর উপজেলার অসহায় মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে সামাজিক সংগঠণ “স্বপ্নপক্ষ” পাশে দাঁড়িয়েছে।মহামারী করোনায় প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট লাঘবে চাটমোহরে অসহায় মানুষের পাশে দাড়ালো “স্বপ্নপক্ষ” নামক সামাজিক সংগঠন। করোনা ভাইরাস বিস্তার রোধে সারাদেশের মত চাটমোহরের মানুষও রয়েছে ঘরবন্দী। ঘরবন্দী অবস্থায় সরকারী চাকুরীজীবি, বিত্তশালীদের সংসার পরিচালনায় সমস্যা না হলেও দিনমজুরদের ঘরে চলছে হাহাকার। এসকল দিনমজুরদের পাশে দাড়িয়েছে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠণ “স্বপ্নপক্ষ”। তারা চাটমোহরের মহল্লায়,গ্ৰামে ঘুরে প্রথমে লিস্ট তৈরী করেছে এবং আজ (০৯ মে) শনিবার লিস্ট অনুযায়ী বাড়ি বাড়ি খাবার পৌছে দেন সংগঠনটির সদস্যবৃন্দরা।
সংগঠনটির সদস্য শিক্ষার্থীরা তাদের হাত খরচের টাকা বাঁচিয়ে ২০টি পরিবারের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেয়।
পরিবার প্রতি খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ২ কেজি আলু, ১ লিটার সোয়াবিন তেল ও ২পিস করে ডেটল সাবান।
‘স্বপ্নপক্ষ’র পক্ষে সাবরিনা খন্দকার স্পর্শ, মহিউদ্দিন রাজা,বাংলাদেশ সারাবেলা প্রতিনিধি আশিকুর রহমান,নাহিদ হাসান ননী, মেহেদী হাসান অন্তর, জান্নাত আরা জেবা, সাদমান সাকিব, তানভীর রহমান, সাহরিনা খন্দকার স্পৃহা, সাব্বির হোসেন শিশির,মাহফুজ আলম সুমন, খাদ্য সামগ্রী বিতরণকাজে উপস্থিত ছিলেন।
Leave a Reply