বাগেরহাটের চিতলমারীতে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে দুই কচ্ছপ ব্যবসায়ীকে জরিমানা। বুধবার (৬ জানুয়ারী) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম এর পরিচালনায় উপজেলা সদরের মাছ বাজারে অভিযান চালিয়ে ৩৯ টি জীবিত কচ্ছপ ও কচ্ছপ কাটার যন্ত্রপাতিসহ দুই জনকে আটক করা হয়। আটকৃতরা হলেন বকুল হীরা (৫০) ও সুভাষ হালদার (৬০) এ সময় তাদের দুই জনের কাছ থেকে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয় এবং তাদেরকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দিয়েছেন। এরপর জব্দকৃত কচ্ছপ মধুমতি নদীতে অবমুক্ত করা হয়েছে।
Leave a Reply