পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে চেয়ারম্যান গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ( EPL) সিজন- ১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ (রবিবার) দুপুর ৩.৩০ টায় একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মনির একদন্ত স্টার একদন্ত ওয়্যারিয়র্সকে ৪ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
২ ফেব্রুয়ারি শুরু হওয়া টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে ১৭৮ রান ও ১২ উইকেট নিয়ে তালহা (একদন্ত সুপারজায়ান্ট) প্লেয়ার অফ দি টুর্নামেন্ট এবং ফাইনালে ম্যাচে ২৯ রানে ৩ উইকেট নিয়ে আরিফ (একদন্ত স্টার) প্লেয়ার অফ দি ম্যাচ নির্বাচিত হয়। এছাড়াও টুর্নামেন্টে ২০৭ রান নিয়ে রফিকুল (একদন্ত ওয়্যারিয়র্স) সর্বোচ্চ রান সংগ্রাহক, ১৭ উইকেট নিয়ে স্বপন (একদন্ত স্টার) সর্বোচ্চ উইকেট শিকারী এবং ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে শিপন (একদন্ত সুপারজায়ান্ট) উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয় এছাড়াও এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেট (৫) শিকার করেন হারুন (একদন্ত ওয়্যারিয়র্স)।
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে আদনান মডেল স্কুল এর সৌজন্যে প্লেয়ার অফ দি ম্যাচের পুরস্কার প্রদান করা হয়।
টুর্নামেন্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন রফিকুল ও শিমুল এবং থার্ড আম্পায়ার হিসেবে ছিলেন আরিফ স্যার। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন আলাল সরদার (চেয়ারম্যান, একদন্ত ইউনিয়ন পরিষদ)। মাঠ সজ্জাসহ সার্বিক দায়িত্বে ছিলেন আরিফ স্যার,শহীদুল্লাহ্, খায়রুল, নাহিদ,সুমনসহ অত্র এলাকার যুবসমাজ।
ফাইনাল ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ গালিবুর রহমান শরীফ, মাননীয় সংসদ সদস্য পাবনা-৪,বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ আব্দুল গফুর মিয়া, সিনিয়র সহ-সভাপতি, উপজেলা আওয়ামীলীগ, আটঘরিয়া, পাবনা। মোঃ ইশারত আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান, আটঘরিয়া, পাবনা,
কমান্ডার মোঃ জহুরুল ইসলাম, সাবেক কমান্ডার, আটঘরিয়া, পাবনা, ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম কামাল, চেয়ারম্যান-চাঁদভা ইউনিয়ন পরিষদ, এ.জে.এম.ডি আব্দুল জলিল, প্রাক্তন প্রধান শিক্ষক-একদন্ত উচ্চ বিদ্যালয় এবং সভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগ, একদন্ত, আটঘরিয়া, পাবনা, মোঃ ইসমাইল হোসেন সরদার সাবেক চেয়ারম্যান, একদন্ত ইউপি এবং সাধারণ সম্পাদক- ইউনিয়ন আওয়ামীলীগ, একদন্ত, আটঘরিয়া, পাবনা, শেখ আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান, লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ, মোঃ মুস্তাফিজুর রহমান মুরাদ, বিশিষ্ট শিক্ষানুরাগী, কে.এম শাহিন খাঁ, শ্রীকান্তপুর, মোঃ রবিউল আলম, সহ-সভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগ, লক্ষ্মীপুর, আটঘরিয়া, পাবনা, মোঃ রবিউল ইসলাম রবি, বিশিষ্ট ব্যবসায়ী, শ্রীপুর, মোঃ আজিজুল গাফফার, সভাপতি- যুবলীগ, আটঘরিয়া উপজেলা শাখা, পাবনা এবং মোঃ গোলাম মওলা পান্নু, সাধারন সম্পাদক- যুবলীগ, আটঘরিয়া উপজেলা শাখা, পাবনা।
সভাপতিত্ব করেন মোঃ লিয়াকত হোসেন আলাল সরদার, চেয়ারম্যান, একদন্ত ইউনিয়ন পরিষদ।
ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দল একদন্ত স্টারের অধিনায়ক মনির হাতে পুরস্কার তুলে দেয় মোঃ গালিবুর রহমান শরীফ, মাননীয় সংসদ সদস্য পাবনা-৪। প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দলকে দশ হাজার টাকা এবং রানার্সআপ দলকে পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।
Leave a Reply