মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন জমি বিক্রি করে ছেলের চিকিৎসা, পাশে দাঁড়ালেন তারেক রহমান বর্ষা বন্দনা: প্রকৃতি এবং জনজীবন কয়রার মহারাজপুরে ভিডব্লিউবি সঞ্চয় নিয়ে গুজব, চক্রান্তের মুখে চেয়ারম্যান মাহমুদ নোবিপ্রবিতে শিক্ষক বাদশা মিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে মশাল মিছিল সাহসী সাংবাদিকতার জন্য পুরস্কৃত হলেন গোবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতি লিটু দুর্নীতি-অনিয়ম ঠেকিয়ে স্বচ্ছতার দৃষ্টান্ত রেখে গেলেন ইউএনও রুলি বিশ্বাস নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগ বিতর্কে নেপথ্যে যা জানা গেল হামলার শিকার নোবিপ্রবি শিক্ষার্থী, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন সভায় হামলা, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ভাঙচুর ছাত্র-জনতার উপর হামলার আসামি হারুন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আতঙ্কে এলাকাবাসী জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগে দোয়া মাহফিল

ছোট গল্প- ভালোবাসার দ্বিপ্রহর

বাংলাদেশ সারাবেলা সাহিত্য ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৭৯৩ ০০০ বার

ভালোবাসার দ্বিপ্রহর

ক্যাম্পাস থেকে ফিরেই নিজের রুমে দরজা লক করে দেয় তুলি। ভীষণ কান্না করতে করতে থাকে মেয়েটা।
আজকে শুভ্র কে ফার্মেসী ডিপার্টমেন্টের একটা মেয়ের সাথে দাঁত কেলিয়ে ঘুরতে দেখেছে ক্যাম্পাসে। ও যে শুভ্র কে এতো ভালোবাসে ছেলেটা কি বুঝে না? আর বুঝবেই বা কি করে তুলি তো বলেই নি।

আজকে ৩দিন হলো ক্যাম্পাসে আসে না তুলি। কার থেকে একটু খোঁজ নিবে বুঝতে পারে না শুভ্র। মেয়েটার কিছু হয়েছে কি,না ভাবতে গিয়েই টেনশনে পরে যায় শুভ্র। কাউকে কিছু জিজ্ঞেস করতে গেলেও তো বুঝে ফেলবে! আর এই কথাটা আবার যদি পাঁচ কান হয়ে তুলির কানে যায়? তুলি কে কি উত্তর দিবে ও? মেয়েটা যা রাগী স্বভাবের। ভয়ে কোনদিন কথায় বলতে পারে নি শুভ্র, আর সেই তুলিই যদি নিজে থেকে এসে এসব জিগেস করে বসে তখন?

টিএসসিসি’র সামনে আসতেই তুলির সামনে পরে যায় শুভ্র। কিছু’টা এগোতেই পিছন থেকে নিজের নামটা শুনে থমকে দাঁড়ায় সে, ফিরে তাকাতেই দেখে তুলি ডাকছে। কিছুটা ভয় নিয়ে সামনে এগোতেই জিজ্ঞেস করে তুলি, ” আমার খোঁজ করেছিলেন কেন?” বুঝতে বাকি রইলো না এইটা মিহিনের কাজ, সব বলে দিছে ও (মিহিন তুলির ক্লাসমেট, আর শুভ্রের সাথে একই মেসে থাকে)। মুক্ত মঞ্চের ফাঁকা জায়গাটা’তে রোজই আড্ডা দিতে দেখি আপনাকে, হঠাৎ কিছুদিন দেখতে পায়নি তাই! আমতা-আমতা করে জবাব দেয় শুভ্র।

এভাবে আস্তে আস্তে ভালো বন্ধুত্ব হয়ে যায় দুজনের। আর এই বন্ধুত্বের সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি, ভালোবাসায় রুপ নেয় দুজনের সম্পর্ক। ক্যাম্পাসে সারাদিন একসাথে ঘুরাঘুরি, মজা করা আর খুনসুটি’তে ভালোই চলতে থাকে ওদের সম্পর্ক।
আর এভাবেই ১টি বছর পেরিয়ে যায়, মাস্টার্স কমপ্লিট করে চাকরির খোঁজে ক্যাম্পাস ছাড়ে শুভ্র।

আজকে তুলির বিয়ে, সকাল থেকেই কান্নাকাটি করছে মেয়েটা। বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে ভেবেই বেশি খারাপ লাগছে ওর। অন্যদিকে, ভালো লাগাও কাজ করছে। যাকে এতো ভালোবেসেছে, সেই শুভ্রের সাথেই আজকে তুলির বিয়ে।

ডায়েরি টা বন্ধ করে তাসফি (শুভ্র আর তুলির একমাত্র মেয়ে তাসফি)। ভাবতেই অবাক লাগে তাসফির, মায়ের মতো করে ওর বিয়েটাও হতে যাচ্ছে ওর ভালোবাসার মানুষ’টার সাথে। আনন্দে দু’ফোটা অশ্রু গড়িয়ে পরে তাসফির।

এভাবেই ভালো থাকুক ভালোবাসাগুলো, যত্নে আর ভালোবাসায়।

লেখকঃ রাকিবুল ইসলাম,

আইন বিভাগ (২য় বর্ষ),রাজশাহী বিশ্ববিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..