রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ জেলা রোভার স্কাউটের ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির জাতীয় বিতর্ক উৎসব ২০২৫ উদ্বোধন হাবিব-ফায়েজের নেতৃত্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ নোবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মসূচির ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল  স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি  ক্যাম্পাস চাই দাবিতে ফের উত্তাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় : মহাসড়ক অবরোধ  ফিল্ড ট্যুর নিয়ে নোবিপ্রবির ফিমস বিভাগের শিক্ষকদের অন্তর কোন্দল চকরিয়ায় আগুনে ভস্মীভূত হার্ডওয়্যারের দোকান; ক্ষয়ক্ষতি ৪০ লক্ষাধিক টাকা চকরিয়ায় জমি জবরদখলে বাঁধা দেওয়ায় প্রবাসীর স্ত্রী সন্তানের উপর হামলা, আহত ২ খুলনায় সাবেক এমপির বাড়ি দখল করে মাদ্রাসা চালু দুমকীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী দুমকি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন বশেমুরবিপ্রবি’তে তিন দিনব্যাপী সাইকোমেট্রিক টুলস ও সাইকোলজিক্যাল এসেসমেন্ট ট্রেনিং সম্পন্ন চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু নোবিপ্রবির কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ কেআইবি’তে এলডিডিপির মিডটার্ম রিভিউ কর্মশালা বশেমুরবিপ্রবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি অনিক সম্পাদক ফারিহা চকরিয়া পৌর বাস টার্মিনালে ব্যাপক পরিবহন চাঁদাবাজি, অতিষ্ঠ চালক-মালিকসহ সাধারণ যাত্রীরা রবিতে ইকোন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের ফাইনাল অনুষ্ঠিত  ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত গণতান্ত্রিক উপায়ে শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদ বশেমুরবিপ্রবির নয়া নেতৃত্ব নির্বাচিত রবির অর্থনীতি বিভাগে সেমিনার অনুষ্ঠিত  চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ

ছোট গল্প- ভালোবাসার দ্বিপ্রহর

বাংলাদেশ সারাবেলা সাহিত্য ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৬৮৪ ০০০ বার

ভালোবাসার দ্বিপ্রহর

ক্যাম্পাস থেকে ফিরেই নিজের রুমে দরজা লক করে দেয় তুলি। ভীষণ কান্না করতে করতে থাকে মেয়েটা।
আজকে শুভ্র কে ফার্মেসী ডিপার্টমেন্টের একটা মেয়ের সাথে দাঁত কেলিয়ে ঘুরতে দেখেছে ক্যাম্পাসে। ও যে শুভ্র কে এতো ভালোবাসে ছেলেটা কি বুঝে না? আর বুঝবেই বা কি করে তুলি তো বলেই নি।

আজকে ৩দিন হলো ক্যাম্পাসে আসে না তুলি। কার থেকে একটু খোঁজ নিবে বুঝতে পারে না শুভ্র। মেয়েটার কিছু হয়েছে কি,না ভাবতে গিয়েই টেনশনে পরে যায় শুভ্র। কাউকে কিছু জিজ্ঞেস করতে গেলেও তো বুঝে ফেলবে! আর এই কথাটা আবার যদি পাঁচ কান হয়ে তুলির কানে যায়? তুলি কে কি উত্তর দিবে ও? মেয়েটা যা রাগী স্বভাবের। ভয়ে কোনদিন কথায় বলতে পারে নি শুভ্র, আর সেই তুলিই যদি নিজে থেকে এসে এসব জিগেস করে বসে তখন?

টিএসসিসি’র সামনে আসতেই তুলির সামনে পরে যায় শুভ্র। কিছু’টা এগোতেই পিছন থেকে নিজের নামটা শুনে থমকে দাঁড়ায় সে, ফিরে তাকাতেই দেখে তুলি ডাকছে। কিছুটা ভয় নিয়ে সামনে এগোতেই জিজ্ঞেস করে তুলি, ” আমার খোঁজ করেছিলেন কেন?” বুঝতে বাকি রইলো না এইটা মিহিনের কাজ, সব বলে দিছে ও (মিহিন তুলির ক্লাসমেট, আর শুভ্রের সাথে একই মেসে থাকে)। মুক্ত মঞ্চের ফাঁকা জায়গাটা’তে রোজই আড্ডা দিতে দেখি আপনাকে, হঠাৎ কিছুদিন দেখতে পায়নি তাই! আমতা-আমতা করে জবাব দেয় শুভ্র।

এভাবে আস্তে আস্তে ভালো বন্ধুত্ব হয়ে যায় দুজনের। আর এই বন্ধুত্বের সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি, ভালোবাসায় রুপ নেয় দুজনের সম্পর্ক। ক্যাম্পাসে সারাদিন একসাথে ঘুরাঘুরি, মজা করা আর খুনসুটি’তে ভালোই চলতে থাকে ওদের সম্পর্ক।
আর এভাবেই ১টি বছর পেরিয়ে যায়, মাস্টার্স কমপ্লিট করে চাকরির খোঁজে ক্যাম্পাস ছাড়ে শুভ্র।

আজকে তুলির বিয়ে, সকাল থেকেই কান্নাকাটি করছে মেয়েটা। বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে ভেবেই বেশি খারাপ লাগছে ওর। অন্যদিকে, ভালো লাগাও কাজ করছে। যাকে এতো ভালোবেসেছে, সেই শুভ্রের সাথেই আজকে তুলির বিয়ে।

ডায়েরি টা বন্ধ করে তাসফি (শুভ্র আর তুলির একমাত্র মেয়ে তাসফি)। ভাবতেই অবাক লাগে তাসফির, মায়ের মতো করে ওর বিয়েটাও হতে যাচ্ছে ওর ভালোবাসার মানুষ’টার সাথে। আনন্দে দু’ফোটা অশ্রু গড়িয়ে পরে তাসফির।

এভাবেই ভালো থাকুক ভালোবাসাগুলো, যত্নে আর ভালোবাসায়।

লেখকঃ রাকিবুল ইসলাম,

আইন বিভাগ (২য় বর্ষ),রাজশাহী বিশ্ববিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..