সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৫ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
পাবিপ্রবিতে পদার্থ-গনিত-রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত দুমকীতে ৪’শ বোতল ফেনসিডিল ও ইয়াবা সহ গ্রেপ্তার -৪ দুমকীতে দুর্নীতি তদন্তে এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালকের লূথার‍্যান হেলথ কেয়ার পরিদর্শন রবীন্দ্র ইউনির্ভাসিটি ২য় আন্তঃবিভাগ ডিবেট চ্যাম্পিয়নশীপ ২০২৩-এর উদ্বোধন মাওলানা ভাসানী একাধারে ছিলেন পীর ও রাজনৈতিক নেতা দুমকীতে যৌতুক ও আপরাধ মামলায় আটক ২ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রক্টর হলেন ড. মো: ফখরুল ইসলাম ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, উদাসীন ববি প্রশাসন দুমকীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান প্যাদার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মুক্তিযোদ্ধাদের উদজ্জীবিত করতে সাবেক মন্ত্রী শাজাহান খানের দুমকীতে আগমন দুমকিতে মাদক সহ দুইজন আটক দুমকীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ডে সড়কে নেই সড়ক বাতি, বাড়ছে অপরাধ পবিপ্রবি’র খামার তত্ত্বাবধায়কের পিএইচডি ডিগ্রি অর্জন দুমকিতে বাস-ঔষধের গাড়ি মুখোমুখি সংঘর্ষ, আহত-১৫ দুমকিতে গাঁজা-ইয়াবাসহ আটক দুই দুমকিতে বিএনপি যুবদল মহিলা দল থেকে আওয়ামীলীগে যোগদান বশেমুরবিপ্রবি’তে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন বিলুপ্তির পথে দুমকির ঐতিহ্যবাহী রশি শিল্প বশেমুরবিপ্রবি’তে স্কয়ারের আয়োজনে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম পাবিপ্রবিতে ২০২২-২০২৩ সেশনের ক্লাস শুরু ৯ দফা দাবিতে পাবিপ্রবি কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মবিরতি প্রকাশ্য ভেড়ামারাতেই বসবাস করছেন প্রদীপ কুমার হালদার, হয়নি অপহরণ এমটিএফই প্রতারণা :দুমকীতে নিঃস্ব একাধিক যুবক ভেড়ামারায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানো নারী চকরিয়ার শারমীন জান্নাত ফেন্সি

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২৭২ ০০০ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার নারী উদ্যোক্তাদের সংগঠন চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি শারমিন জন্নাত ফেন্সিকে কোন বাঁধা -ই দমিয়ে রাখতে পারেনি। এগিয়ে চলছে স্বমহিমায়। এই নারী উদ্যোক্তা বলেন, ২০১৯ এর অক্টোবরে কক্সবাজারে অনুষ্ঠিত নারী নেতৃত্ব বিকাশ শীর্ষক ২১৫ তম ব্যাচের প্রশিক্ষণে অংশগ্রহণ করি আমি। এই প্রশিক্ষণ আমাকে মনের দিক থেকে অনেক জোর এনে দেয়। বুঝতে পারি দক্ষিণ অঞ্চলের নারীরা অনেক পিছিয়ে আছে। কুসংস্কার-পারিবারিক নানা বাধা-বিপত্তি তাদের আষ্টে-পৃষ্ঠে
রেখেছে। সেই বাধা-বিপত্তি অতিক্রম করে আমি সফল হয়েছি। শুধু নিজে সফল হয়ে থেমে থাকিনি এখন তৃণমূল নারীদের সফলতার জন্য কাজ করছি। নিজের সফলতার কথা এভাবেই বললেন শারমীন। ঘরে বেকার বসে না থেকে কীভাবে স্বাবলম্বী হওয়া যায় সেই পথের সন্ধানে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত হন তিনি। দি হাঙ্গার প্রজেক্ট এর বিকশিত নারী নেটওয়ার্ক ও আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শারমীন জান্নাত ফেন্সী ১৯৮৮ সালের ৩১ মে চকরিয়া উপজেলার কোনাখালীতে জন্মগ্রহণ করেন। শারমীন জান্নাতের বাবা জাফর আলম সিদ্দিকি একজন সমাজসেবক ও রাজনীতিবীদ। মা ইশরাত জাহান ঝর্ণা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের এফডাব্লিউএ হিসেবে কর্মরত। দুই বোন তিন ভাইয়ের মধ্যে শারমীন জান্নাত ফেন্সী সবার বড়। ফেন্সী ছিলেন ছাত্রী হিসেবে খুব-ই মেধাবী। প্রতিবছর-ই ক্লাশে প্রথম হতেন। পড়শোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ ছিল সমান তালে। বাবা-মায়ের ধারণা ছিল গ্রামে থাকলে পড়াশোনা ঠিকমত হবে না, তাই তারা চলে আসেন চকরিয়া পৌরশহরে। এখান থেকেই চালিয়ে যান পড়াশোনা। কলেজে দ্বিতীয় বর্ষে পড়ার সময়-ই বিয়ে হয়ে যায় ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা আবুল মনসুর মোঃ মহসিনের সাথে। মহসিন ছিলেন বড়ছেলে, তাই ফেন্সীর কাঁধে এসে পড়ে সংসারের বড় বউয়ের দায়িত্ব। বন্ধ হয়ে যায় পড়াশোনা । শ্বাশুড়ি চাইতেন বউমা সংসারী হোক। এদিকে বিয়ের চারবছরেও কোন সন্তান না হওয়ায় শোনতে হয় আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীর বিভিন্ন ধরনের প্রশ্ন! ঘরে বেকার বসে থাকা এবং মানসিক এইসব যন্ত্রণা থেকে রেহায় পেতে চাইতেন তিনি। ঔষুধ কোম্পানির চাকুরীজীবী স্বামীকে নিয়ে বেরিয়ে পড়েন যৌথ সংসারের বেড়াকল থেকে। অবশেষে খুঁজে পান নিজেকে মুক্তির পথ। সেই মুক্তির পথের কথা ফেন্সি নিজেই জানালেন- ‘আসলে বসে থাকতে ভালো লাগছিল না। আমি স্বপ্ন দেখতাম নিজে কিছু করার। স্বাবলম্বী হবার। তাই আবার ২০১০ সালে ভর্তি হলাম এইচএসসি তে বাউবিতে। ২০১২ সালে এইচ এসসি পাস করি চকরিয়া সরকারী কলেজ থেকে। এরপর আবার বাউবিতে কক্সবাজার সরকারি কলেজে বিএসএস ভর্তি হই।স্বাবলম্বী হব, কিন্তু চাকরি করার ইচ্ছা ছিল না। আমি এমন কিছু করব যেখানে আরো শত-শত নারীও স্বাবলম্বী হতে পারবেন। ভাবনায় ছিল নিজের উন্নয়ন এবং সঙ্গে অসহায় নারীদের পাশে দাঁড়ানো। এই ভাবনায় পথ চলছিলেন ফেন্সি। এর-ই মাঝে দুই সন্তানের জন্ম। সন্তান প্রতিপালনের সঙ্গে সঙ্গে চলছিল স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখা। স্বামী মনসুর মহসিন ছিলেন স্বেচ্ছাব্রতী উজ্জীবক। তার সহযোগিতায় শুরু করেন নিজের পায়ে দাঁড়ানো সংগ্রাম। ফেন্সি অনুধাবন করলেন – এই অন্ধকার থেকে বের হতে হবে। নারীদের মনের বিকাশ করতে হবে।
সেই অনুযায়ি এলাকার অবহেলিত নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ শুরু করেন। নারীর প্রতি সহিংসতা বন্ধে নির্যাতিত নারীদের আইনি সহায়তা প্রদান, স্বাস্থ্যসেবা বঞ্চিতদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। গ্রামের অসচ্ছল পরিবারের অনেক মেয়ে-যৌতুক দিতে না পারার কারণে যাদের বিয়ে হচ্ছিল না-এ রকম ২৫ জন নারীকে বিভিন্ন আয়বর্ধনমূলক কাজ করতে উৎসাহ প্রদান করেন। চকরিয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা ৮০ জন নারী উদ্যোক্তাদের একত্রিত করে ২০২০ সালে শুরু করেন ই-কমার্স ভিত্তিক সংগঠন চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পন্য উৎপাদন মুখী সমবায় সমিতি। চকরিয়া ক্ষুদ্র মহিলা উদ্যোক্তাদেরকে সঠিক একটা প্লাটফর্ম তৈরি করে দেওয়ায় ছিল তার সংগঠনের মূল লক্ষ্য। গ্রামে গঞ্জে অনেক নারী আছেন যারা হস্তশিল্পের কাজ করেন। তিনি চান তাদের কাজগুলোকে মানুষের কাছে তুলে ধরতে। সমগ্র বাংলাদেশে চকরিয়ার হস্তশিল্পকে পরিচয় করিয়ে দিতে। ইতিমধ্যে এর ব্যাপক পরিচিতি লাভের জন্য এই উদ্যোক্তা সংগঠনের পক্ষ থেকে চকরিয়ায় ২০২১ ও ২০২২ সালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় করা হয় বিশাল হস্তশিল্প মেলা। এই মেলার মাধ্যমে জানান দেওয়া হয়েছে এই অঞ্চলের নারীরা পিছিয়ে নেই। তারাও নিজ উদ্যোগে সফল হতে পারে। এছাড়াও তার সংগঠনের মাধ্যমে করোনা মহামারীরতে ১০০০ জনকে হাতের তৈরি মাস্ক, ২৫০ জনকে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতিমখানায় শিশুদের শীতের কাপড় এবং জায়নামায দেয়া হয়েছে। তার সংগঠনে বর্তমানে আড়ইশ নারী উদ্যোক্তা কাজ করছে বলে জানান তিনি। নারী উদ্যোক্তাদের পাশাপাশি তিনি আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের আওতাধীন এপেক্স ক্লাব অব চকরিয়া সিটি’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে এলাকার কম ভাগ্যবান ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়েনে কাজ করে যাচ্ছেন সফল এই নারী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..