জয়পুরহাট পৌর শহরে সাগর পাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় হিরো (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) বিকেলে এ দূর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হিরো হোসেন জয়পুরহাট পৌর শহরের পূর্ব জানিয়ার বাগান এলাকার মৃত হাতেম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে সাগর পাড়া রেলগেট এলাকায় এক যুবক রাস্তা পার হচ্ছিলেন। সে সময় খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী মালবাহী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
(ওসি) আলমগীর জাহান বলেন, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।
Leave a Reply