জয়পুরহাটে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশ গ্রহণ শীর্ষক সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্র্যাক এর সহযোগিতায় ও টিসপির আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম হক্কানী, রাজা চৌধুরি, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি, জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথী ,জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান টিটু, মাতৃভূমি অটিজম একাডেমির সভাপতি তিতাস মোস্তফা, ব্রাকের রাজশাহী ডিভিশনাল ম্যানেজার রায়হানুল ইসল, উপমার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নারী ও শিশুদের নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে পুরুষ ও নারীদের সংযুক্তকরণ নেটওয়ার্ক তৈরী করে পুরো জেলায় নারী সহিংসতায় সচেতনতা বাড়াতে হবে। এছাড়া সকল ধরনের যৌন হয়রানির ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন ও অপরাধ হিসেবে মুল্যায়ন করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার ব্যবস্থা করতে হবে।
এসময় বক্তারা আরো বলেন, দেশে নারী নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ তথা সবাইকে এগিয়ে আসার পাশাপাশি সামাজিকভাবে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
Leave a Reply