’করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি সাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৬-৮ ডিসেম্বর ৩ দিন ব্যাপী জয়পুরহাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ জোবায়ের গালীবের সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শরীফুল ইসলাম,সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তুলশী চন্দ্র রায়, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি প্রমুখ।
করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ, সেবা প্রদানকালে সর্বক্ষেত্রে শতভাগ স্বাস্থ্যবিধি রক্ষা ও সামাজিক দূরুত্ব বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন বক্তারা।
Leave a Reply