মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, র্যালী মিছিল ও আলোচনা সভা করেছে জয়পুরহাট জেলা বিএনপি। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হকের নেতৃত্বে একটি র্যালী মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে দলীয় কার্যালয়ে সামনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সেলিম রেজা ডিউক, আমিনুল ইসলাম বকুল, জেলা যুবদলের সহ সভাপতি আবু রায়হান উজ্জল প্রধান, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মুশফিকুল আলম বুলু, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান , সাধারণ সম্পাদক মোক্তাদুল আদনান প্রমুখ।
বক্তারা বলেন,আওয়ামী লীগ এত দুর্নীতি ও খুন-গুম-হত্যা-অপকর্ম করেছে যে, তারা ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছেন। আতঙ্কে প্রহর কাটছে তাদের। ক্ষমতা থেকে চলে গেলে এ দেশের মানুষ তাদের বিচার করবে। এই বিচারের ভয়ে কৌশল করে চিরদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন।আওয়ামী লীগ এত দুর্নীতি ও খুন-গুম-হত্যা-অপকর্ম করেছে যে, তারা ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছেন। রাজ পথে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন করা হবে বিজয়ের মাসে এটাই আমাদের প্রতিজ্ঞা।
Leave a Reply