জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগেরর উদ্যোগে বিনামূল্যে করোনা টিকা রেজিস্ট্রিশন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার(১৭ মার্চ) এ কর্মসূচির উদ্বোধন করা হয়। রাজধানীর ধানমন্ডি জিগাতলা ডাইনামিক ফুড কোর্টে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনামূল্যে করোনা টিকার রেজিস্ট্রেশন ক্যাম্পেইন চলছে।
গতকাল ২৩ মার্চ ছিলো ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের কার্যক্রমের সপ্তম দিন। সংগঠনটির একাধিক সূত্র জানায়, ইতিমধ্যে তারা প্রায় বিনামূল্যে ৩ হাজার মানুষের করোনা টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন।
এইদিনে মহানগর সাংগঠনিক কার্যক্রমকে সহয়তা ও গতিশীল করার জন্য সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় জিন্নাতুল বাকিয়া এমপি ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদ সদস্য ডা. আব্দুল্লাহ আল মামুনের হাতে। এরপর মামুন করোনা ভ্যাকসিন নিবন্ধন এই কার্যক্রমের চার সেরা সংগঠককে ব্যাজ পরিয়ে সম্মানিত করেন। তারা হলেন এম. মনসুর আলী, নির্মল বিশ্বাস, নাফিস হোসেন দ্বীপ ও মো. মনির খান।
মহানগরের আহবায়ক সরদার মাহামুদ হাসান রুবেল জানান, যোগ্য ব্যাক্তিদের সম্মানিত করতে পেরে গতকাল ছিলো তাদের আনন্দের দিন। তিনি আরও জানান, পর্যায়ক্রমে ঢাকার প্রতিটি থানায় এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমাগী ২৭ মার্চ থেকে বংশাল থানায় এই নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। করোনা বিরুদ্ধে যুদ্ধই মুজিবশতবর্ষে আমাদের প্রধান কার্যক্রম।
নিবন্ধন কার্যক্রম পরিদর্শনে আরো এসেছিলেন সাংসদ ইকবাল হোসেন, ইলিয়াস উজ জামান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক খায়রুল হাসান জুয়েল প্রমুখ। অতিথিগণ সকলেই কার্যক্রমের সফলতা কামনা করেন।
Leave a Reply