বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা মোটেও ভালো যাচ্ছে না। নিজ দেশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে হার। নিউজিল্যান্ডের বিপক্ষে বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই হেরেছে বাজে ভাবে। নিউজিল্যান্ডে সফর থেকে ফিরে শ্রীলংকা সফরে গিয়েছে বাংলাদেশ। এই সিরিজে প্রথম টেস্ট ড্র করার পর, দ্বিতীয় টি হেরেছে ২১৫ রানের বড় ব্যবধানে। কোনো দলের বিপক্ষে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারছে না বাংলাদেশ। এসবের পিছনে তরুণ তরুণ ও জুনিয়র ক্রিকেটারদের নিবেদন ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন।
বিশ্বের ৪র্থ ধনী ক্রিকেট বোর্ড বিসিবি। তাই ক্রিকেটারদের প্র্যাকটিসের সুবিধা দিতে কার্পন্য করতে দেখা যায় না বোর্ডের। মিরপুরের গেইট ক্রিকেটারদের জন্য খুলাই থাকে সবসময় ক্রিকেটারদের জন্য কিন্তু সিনিয়র পাঁচ ক্রিকেটার ছাড়া নিধারিত প্র্যাকটিসের বাইরে অনুশীলন করতে দেখা যায় না জুনিয়র ক্রিকেটারদের। যে ক্রিকেটারদের নিয়ে অনেক প্রত্যাশা ছিল অনেক, কিন্তু তারা বরাবরই হতাশ করেছেন।
এক সাক্ষাৎকারে সুজন বলেন, ‘জাতীয় দলের ৩/৪ ঘণ্টার প্র্যাকটিসে আপনি কি বিরাট কোহলি বা শচীন টেন্ডুলকার হতে পারবেন? ওরা কঠোর অনুশীলন করে সবসময়। প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নেই। আপনি যত বড় খেলোয়াড়ই হন না কেন, সঠিক প্র্যাকটিসের বিকল্প কিছু হতে পারে না।’
বাংলাদেশের ক্রিকেটে অনেক আগে থেকে যুক্ত সুজন। নিজে ক্রিকেটার ছিলেন। বর্তমানে ঘরোয়া লিগ গুলোতে কোচিং করান। একই সাথে বোর্ডের একজন প্রভাবশালী পরিচালক। দীর্ঘদিন ধরে সিনিয়র পাঁচ ক্রিকেটার সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ কতটা পরিশ্রম করেন নিজেদের পারফরম্যান্স ঠিক রাখতে।
সুজন বলেন, ‘বিসিবিতে অনেক সময় সকালেও আমার যাওয়া হয়। দেখেছি- মাশরাফি দৌড়াচ্ছে। কিংবা মুশফিক মাত্র নেট করে বের হল, মাঠে গিয়ে ক্যাচ ধরছে। একইভাবে রিয়াদ, তামিম সাকিব- সবাইকে দেখেছি যথেষ্ট কষ্ট করতে। সাকিব নিজের প্র্যাকটিস খুবই ভালো বোঝে। কোনোদিন অনেক বেশি অনুশীলন করে, কোনোদিন করেই না। ওর ক্রিকেটটা ও খুব ভালো বোঝে। প্রত্যেক সিনিয়র ক্রিকেটারকেই দেখেছি বাড়তি অনুশীলন করে।’
খালেদ মাহমুদ সুজনের চাওয়া, তরুণরা নিজেদের আরও ভালো করে তোলার ব্যাপারে আরও সচেতন হবেন, ‘তরুণরা করে না, তা বলব না। তবে সেটা খুব কম আকারে। আমার কথা হল- মাঠে ওদের কাজ কী? ক্রিকেট ছাড়া কাজ কী? ওদের পেশাই তো হল ওরা ক্রিকেটার। আমার তো বাইরের কোনো কমিটমেন্ট থাকাই উচিৎ না।’
Leave a Reply