দিনাজপুর রেলওয়ে শ্রমিক লীগের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও মুজিবর্ষ পালিত হয়।
সারাদেশের ন্যায় গতকাল বুধবার (১৭ মার্চ) বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ, দিনাজপুর শাখার আয়োজনে নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়। দিবসের প্রথমভাগে জাতীয় পতাকা উত্তোলন সহ দিনাজপুর রেলওয়ে শ্রমিক লীগের নেতাকর্মীবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বাদ মাগরিব দিনাজপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্ম ওয়াক্তিয়া মসজিদে জাতির পিতার রুহে আত্মার মাগফেরাত কামনা সহ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর রেলওয়ে শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ মাজেদুল ইসলাম (মাজেদ), ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শাহ্, সহ-দপ্তর সম্পাদক মোঃ মমিনুল ইসলাম (নাজিম), শ্রমিক কল্যাণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রানা, কার্যকরী সদস্য মোঃ আজাদ,জোবাইদুল, কামরুল হোসেন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর রেলওয় স্টেশন সুপারিন্টেন্ডেন্ট এবিএম জিয়াউর রহমান সহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Leave a Reply