পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নে সামাজিক দূরত্ব না মেনে বাজার পরিচালনা করার অভিযোগ এসেছে।পটুয়াখালী জেলাধীন দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়ন এর ঐতিহ্যবাহী পুরান বাজার থেকে বাজার সরিয়ে বোর্ড অফিস বাজার ব্রীজ এর সংলগ্নে নেয়া হয়েছে। জায়গার স্বল্পতার কারনে যেখানে নেই কোন সামাজিক দূরত্ব। ভুক্তভোগী হচ্ছে এলাকাবাসী ও ব্যাবসায়ীরা। জায়গার স্বল্পতার কারনে কেউই সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছে না। স্বাস্থ্যবিধির লঙ্ঘনও হচ্ছে।
বাংলাদেশ সারাবেলা এর পটুয়াখালী জেলা প্রতিনিধি এর প্রশ্নের জবাবে বোর্ড অফিস বাজার এর বিশিষ্ট ব্যাবসায়ী সৈয়দ মাহাবুব হোসেন বলেন,
“মুরাদিয়া কে করনামুক্ত ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ঐতিহ্যবাহী পুরান বাজার এ বাজার স্থানান্তর করা হোক। ”
এ বিষয়ে এলাকাবাসী বলেন, “আমরা প্রশাসন এর কাছে আবেদন জানাই অতি সত্বর পুরান বাজার এ বাজার বসানো হোক।”
Leave a Reply