সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পানছড়ি উপজেলা ছাত্রলীগ।
প্রবীণ এই নেতার মৃত্যুকে কেন্দ্র করে পানছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিক বলেন, মোহাম্মদ নাসিম ছিলেন বঙ্গবন্ধু আর্দশকে ধারণ করা এক অনন্য ব্যক্তিত্ব। দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন প্রতিনিয়ত। সকল ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনায় তার অবদান উল্লেখযোগ্য। তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি অামার পানছড়ি উপজেলা ছাত্রলীগ গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, আজ শনিবার বেলা ১১:১০ মিনিটেরর দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মোহাম্মদ নাসিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা পরিচালক আল ইমরান চৌধুরী জানান, বেলা ১১টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা মোহাম্মদ নাসিমকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply