আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন। উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী, সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের পক্ষে একাট্টা এই অঞ্চলের আওয়ামীলীগের নেতাকর্মীরা।এমনকি পাবনার বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামীলীগের নেতাকর্মীদের নুরুজ্জামান বিশ্বাসের পক্ষে ভোট চাওয়ায় নজর কাড়ছে এই আসনের জনতার।
এই আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সবাই একজোট হয়েছেন নুরুজ্জামান বিশ্বাসের জয় নিশ্চিত করতে। বিশেষ করে ঈশ্বরদীর তৃণমূলে জনপ্রিয় নেতা আবুল কালাম আজাদ মিন্টুর রাত দিন পরিশ্রমকে এনে দিয়েছে অন্য মাত্রা।
অন্যদিকে বিএনপি মনোনীত এই আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের দিকে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই আসনের বিএনপি নেতাকর্মীরা।
এই আসনের অনেকেই বলছেন নিজ দলের নেতাকর্মীরাই হাবিবকে দেখিয়েছেন রেড কার্ড।
নির্বাচনী প্রচারেও পিছিয়ে হাবিবুর রহমান হাবিব।তার নিজ এলাকা সাহাপুর ব্যাতিত ঈশ্বরদী-আটঘরিয়ার কোন জায়গাতেই বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে দেখা যায়নি হাবিব কিংবা বিএনপি নেতাকর্মীদের।
বিশেষ করে এই অঞ্চলের বিএনপি নেতাকর্মীদের কাছে মহানায়ক খ্যাত জাকারিয়া পিন্টু মামলা নিয়ে এলাকা ছাড়া হওয়ার পরেও তার বিষয়ে হাবিবের নিশ্চুপ থাকায় বিএনপিতে তার পক্ষে কাজ করায় বাধা হয়ে দাড়িয়েছে। এছাড়া জেল-ফাঁসি নিয়ে বন্দি ও পলাতক বিএনপি নেতাদের বিষয়েও চুপ এই সাবেক ছাত্রলীগ নেতা।যার জন্য মনে মনে নাখোশ এই আসনের বিএনপি নেতারা।
পাবনা-৪ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ধানের শীষের প্রচারণায় অংশ নিতে প্রকাশ্য অনীহা দেখা যাচ্ছে স্থানীয় বিএনপির। পাশাপাশি আওয়ামী লীগ একাধিক উঠোন বৈঠক ও ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাসের নৌকা বিজয়ের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন।
Leave a Reply