১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস। দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃপক্ষ।সোমবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এতথ্য জানা যায়।
নোটিশে জানানো হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি কর্মসূচি গ্রহণ করেছে।
বুদ্ধিজীবী দিবসের শহীদদের স্মরণে আজ (১৩ ডিসেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে কালো ব্যাজ ধারণ ও মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।
১৫ ডিসেম্বর প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম, একাডেমিক-১ এর পূর্ব পাশ, প্রধান ফটক আলোকসজ্জা করা হবে।
১৬ ডিসেম্বর সকাল ১০ টায় বিজয় র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি বাস্তবায়ন শুরু হবে। সকাল ১১.০০ টায় বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শরীরচর্চা বিভাগ কতৃক শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের জন্য ১২টা ৩০ মিনিটে প্রীতি ক্রিকেট ম্যাচ, কুড়িতে বল নিক্ষেপ এবং বিকেল ০৪টা ৩০ মিনিটে বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের শপথ গ্রহণের আয়োজন করা হবে।
আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
নুবায়রা হাফিজ
নোবিপ্রবি প্রতিনিধি
০১৬৩১৯০১৭৩৩
Leave a Reply