পটুয়াখালীর দুমকিতে উপজেলা বেসরকারী স্কুল ও কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি করোনা আক্রান্ত হওয়ায় দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ ডিসেম্বর সকাল ১২ ঘটিকায় শিক্ষক সমিতির আয়োজনে সমিতির হল রুমে দোয়া ও মোনাজাত করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন্ননাহার ইয়াসমিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব দুমকির সভাপতি মো: জসিম উদ্দিন সুমন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতি ফেডারেশন সভাপতি ও দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মো: জামাল হোসেন, লেবুখালী সরকারী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউসুফ আলী, আংগারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুর রব, পাংগাশিয়া এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মো: মজিবুর রহমান, মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম, উপজেলা বেসরকারী স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেরা আজিজ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষাক মো: জাকির হোসেনসহ বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দ । দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মাও হারুন অর রশিদ।
Leave a Reply