পটুয়াখালীর দুমকীতে ৪০পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে দুমকী থানা পুলিশ। বুধবার (২৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলার লেবুখালী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মটরসাইকেল আরোহী সন্দেহভাজন দুইজন যুবক আকাশ হোসেন (২২), শেখ আসিফ (২৬)কে আটক করে টহল পুলিশ। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে ধৃত যুবকদয়ের বিরুদ্ধে দুমকি থানা একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদ্বয়কে বৃহস্পতিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকদ্বয়ের বাসা বরিশাল পৌর শহরে কাউনিয়া এলাকায়। মোটরসাইকেল যোগে তারা কুয়াকাটার উদ্যেশ্যে যাচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে জানায়। দুমকী থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চৎ করে জানান, নিয়মিত মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply