পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। “মুজিব বর্ষের আহ্বান, ৩ টি করে গাছ লাগান” স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূূূূচী পালন করা হয়।
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান সিকদার এর নির্দেশে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জুয়েল ও সাধারন সম্পাদক মোঃ রাকিব মৃধার অনুপ্রেরনায় বৃক্ষ রোপন অভিযান শুরু করে স্থানীয় ছাত্রলীগ।
শুক্রবার( ২৬শে জুলাই) বিকালে দেউলী বাজার জামে মসজিদে পতিত জমিতে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের আওতাধীন ৪নং দেউলী সুবিদখালী সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাকিল এর নেতৃত্বে এ বৃক্ষ রোপন কর্মসূচির শুরু করেন ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।স্থানীয় ছাত্রলীগের এই বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৪নং দেউলী সুবিদখালী সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাকিল, যুগ্ন- সাধারন সম্পাদক খন্দকার আজিজুল ইসলাম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি, ছাত্রলীগ নেতা মোঃ সবুজ খান সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বৃক্ষ রোপণ এই অভিযা সম্পর্কে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাকিল জানান তাদের এই বৃক্ষ রোপণ কর্মসূচি চলমান থাকবে এবং ৪নং দেউলী সুবিদখালী সদর ইউনিয়ন ছাত্রলীগের আওতাধীন সকল ওয়ার্ড, স্কুল, কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর জন্য অনুরোধক্রমে নির্দেশ দেন।
Leave a Reply