পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড.স্বদেশ চন্দ্র সামন্ত।
সোমবার (১৭ই মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ৪ বছরের জন্য নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট আব্দুল হামিদ এর অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০ (১) ধারা অনুসারে এ নিয়োগ প্রদান করা হয়েছে। আগামী চার (৪) বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এছাড়া উপচার্যের পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদিসহ বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অনান্য সুবিধাও ভোগ করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
কৃষি অনুষদের ডিন এবং কৃষিতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। সাবেক ভাইস-চ্যান্সেলরের মেয়াদ গত ০৪/০১/২০২১ খ্রি. তারিখ শেষ হয় বিধায় শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ভাইস-চ্যান্সেলরের (রুটিন দায়িত্ব) পালন করে আসছিলেন।
প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ১৯৯০ সালের আগস্টে পটুয়াখালী কৃষি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। ১৯৯৭ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি পবিপ্রবি’র রেজিস্ট্রার (অ.দা.) ছাড়াও পবিপ্রবি’র শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সুনামের সহিত পালন করেছেন।
Leave a Reply