গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর এক শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের হুমকি দেয়া হয়। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে গতকাল থেকে।সামাজিক যোগাযোগ মাধ্যমে মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা ও বশেমুরবিপ্রবি ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীকে পরিবারসহ ধর্ষণের হুমকি দেয়ার অভিযোগ করেছিলেন ভুক্তভোগী বশেমুরবিপ্রবির কৃষি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলিফ লাইলা।
ফেইক একাউন্ট হাসান আল মামুন থেকে হুমকি দেয়া হয় যা নিয়ে গতকাল ১২ অক্টোবর এই ঘটনায় মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আলি হোসেন মুক্তা মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।আজ ১৩ অক্টোবর ভুক্তভোগী শিক্ষার্থী লাইলা পৃথক আরেকটি পৃথক সাধারণ ডায়েরি করেছেন।
জিডিতে হাসান আল মামুন নামের আইডি থেকে উক্ত শিক্ষার্থী ও তার পরিবারের মহিলা সদস্যদের ধর্ষণের হুমকি দেয়া হয়েছে উল্লেখ করে কোন মামলা আইনী ব্যবস্থা গ্রহণ না করে সাধারণ ডায়েরিভুক্ত করার কথা উল্লেখ করা হয়।
আবেদনটি মাগুরা সদর থানার ডিউটি অফিসার জিডি নং-৬৫০ হিসেবে নথিভুক্ত করেন।
Leave a Reply